ক্রিকেট পরাশক্তি তিন দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আলাদা আলাদা চরিত্রের উইকেটে ব্যাটিং করা বড় চ্যালেঞ্জিং।
সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে একই বছরে ভিন্ন ভিন্ন তিনটি চরিত্রের উইকেটে সেঞ্চুরির নজির গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজা।
ইংল্যান্ডের বার্মিংহামে চলতি অ্যাশেজ সিরিজের প্রথম ইনিংসে ৪৭৮ মিনিট উইকেটে থেকে ৩২১ বল মোকাবেলা করে ১৪টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪১ রান করেন উসমান খাজা। তার সেঞ্চুরি আর অ্যালেক্স ক্যারি (৬৬) ও ট্রাভিস হেডের (৫০) জোড়া ফিফটিতে ভর করে ৩৮৬ রানে অলআউট অস্ট্রেলিয়া।
এর আগে প্রথমে ব্যাট করে জো রুটের (১১৮) সেঞ্চুরি আর জনি বেয়ারস্ট্রো ও জ্যাক ক্রলির জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের মাঠে সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন উসমান খাজা। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে ১৯৫ রানের অনবদ্য ইনিংস খেলেন খাজা, মার্চে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলেন ১৮০ রানের ইনিংস। আর বার্মিংহামে চলতি টেস্টে ইতোমধ্যে খেলেছেন ১৪১ রানের ইনিংস।
এর আগে টেস্টে এক বছরে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাঠে সেঞ্চুরি করেছেন, অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়াহ, অ্যালিস্টার কুক, পল কলিংউড, এবি ডি ভিলিয়ার্স, মাইকেল ক্লার্ক ও বিরাট কোহলি।