এক ওভারে ৬ বলে ৬ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের এক বিস্ময় বালক।
সব ধরনের ক্রিকেট মিলিয়ে ছয় বলে ছয় ছক্কার কীর্তি ঘটেছে ১০ বার। কিন্তু ছয় বলে ৬ উইকেট শিকারের কীর্তি ছিল একটাই। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেই নজির গড়লেন ইংল্যান্ডের ১২ বছর বয়সি ক্রিকেটার অলিভার হোয়াইট হাউস।
৯ জুন কুকিলের বিপক্ষে ২ ওভারে কোনো রান খরচ না করেই ৮ উইকেট শিকার করেন ব্রমসগ্রোভ ক্রিকেট অলিভার।
নিজের পারফরম্যান্স নিয়ে অলিভার বলেন, আমি ভাবিনি যে এমন হতে পারে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, আমি প্রথম বলে উইকেট নিয়েছি, ভেবেছিলাম এই বলটি ওয়াইড হবে, কিন্তু আমি দুই উইকেট নেওয়ার সাথে সাথেই স্টেডিয়ামে বসে থাকা ভক্তদের খুব উত্তেজিত দেখাচ্ছিল এবং হ্যাটট্রিকের দাবিতে ক্রমাগত হৈচৈ শুরু করে।
অলিভারের পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক জেডেন লেভিট বলেছেন, সে যা অর্জন করেছে, তা আমি বিশ্বাসই করতে পারছি না। এক ওভারে জোড়া হ্যাটট্রিক অসাধারণ কৃতিত্ব। এই চেষ্টাটাও কম কিছু নয়। একটু বড় না হলে হোয়াইট হাউস এই কৃতিত্বের তাৎপর্য উপলব্ধি করতে পারবে না।
প্রথম ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেড কেরি। ২০১৭ সালে গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে পূর্ব ব্যালারাটের বিরুদ্ধে এক ওভারে ছয় উইকেট নিয়েছিলেন তিনি।