Logo
Logo
×

খেলা

জিম্বাবুয়েতে বিড়ম্বনার শিকার লংকান ক্রিকেটাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৪:৫১ পিএম

জিম্বাবুয়েতে বিড়ম্বনার শিকার লংকান ক্রিকেটাররা

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি ৮ দলের মধ্যে জায়গা হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার। বাছাইপর্বে যোগ্যতার প্রমাণ দিয়েই বিশ্বকাপের মূলপর্বে খেলতে হবে তাদের। 

আগামী রোববার জিম্বাবুয়েতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বে অংশ নিতে গত রোববার আফ্রিকার দেশটিতে যায় শ্রীলংকা ক্রিকেট দল। বুলাওয়ের হোটেলে পৌঁছার পর রুম পেতে প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়। 

মূলত হোটেল কর্তৃপক্ষ চেক-ইন (নিবন্ধন) প্রক্রিয়া শেষ করতে দেরি করাতেই শ্রীলংকার ক্রিকেটারদের এ দুর্ভোগ পোহাতে হয়েছে। 

লংকান তারকা লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, কাসুন রাজিতারা কক্ষে ঢুকতে না পেরে হোটেলের মেঝেতেই দীর্ঘক্ষণ বসে ছিলেন। তাদের মেঝেতে বসে থাকার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

খেলোয়াড়দের হোটেল কক্ষে ঢুকতে দেরি হওয়া প্রসঙ্গে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে জানায়, লংকান দল রোববার দুপুরে হোটেলে পৌঁছায়। তারা ভেতরে প্রবেশের একটু আগে আরেকটি জাতীয় ক্রিকেট দল সেখানে পৌঁছায়। এ কারণে শ্রীলংকা দলের চেক-ইন প্রক্রিয়া শেষ হতে দেরি হয়। 

সূত্র: ডেইলি মিরর

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম