Logo
Logo
×

খেলা

আফগানদের সঙ্গে হারলে ‘সম্মান চলে যাবে না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ১০:৫৭ পিএম

আফগানদের সঙ্গে হারলে ‘সম্মান চলে যাবে না’

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। 

টেস্ট ম্যাচ শুরুর আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদে দলের অধিনায়ক লিটন দাস। 

আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই জিততে হবে এমন কোনো কিছু কাজ করছে কি না জানতে চাইলে লিটন বলেন, ‘প্রশ্নটা কি এমন যে হারলে আমাদের মানসম্মান চলে যাবে? আমরা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে জয়ের জন্য মরিয়া থাকব আফগানিস্তানের বিপক্ষেও তাই। হারলে সম্মান চলে যাবে, এমনটা নয়।’

এই সিরিজে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নেই। আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খানও নেই। রশিদ না থাকলে বাংলাদেশ দল স্বস্তিতে আছে এমনটা নয়। 

লিটন বলেন, ‘রশিদ থাকলেও যেভাবে গুরুত্বের সঙ্গে নিতাম, না থাকায়ও আমরা একইরকম নেবে। টেস্ট ক্রিকেটে আমাদেরও বিরতি পড়েছে। সবশেষ আমরা এপ্রিলে খেলেছি। তারপর একটা সাদা বলের সংস্করণ খেলেছি।’ 

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ দল অনেক ভালো। এমনটি জানিয়ে লিটন বলেন, তাদের চেয়ে আমরা একদিক দিয়ে ভালো। অনেকদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছি, আমাদের পরিপক্বতা বেশি। তবুও মাঠে নেমে যদি ভালো ক্রিকেট খেলতে না পারি, তাহলে সেটা ভালো হবে না। তাদের খেলোয়াড়রা বেশি টেস্ট না খেলায় তাদের সম্পর্কে আমাদের ধারণা কম। কারণ তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি বেশি খেলেছে। এটা দিয়ে টেস্ট ক্রিকেট বিচার করাটা কঠিন।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম