Logo
Logo
×

খেলা

এশিয়া কাপ নিয়ে নতুন প্রস্তাব পাকিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৬:৫০ পিএম

এশিয়া কাপ নিয়ে নতুন প্রস্তাব পাকিস্তানের

ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেজন্য তারা নতুন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) প্রস্তাব দিয়েছে। 

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচগুলো দেশের মাঠে খেলার সুযোগ চান বাবর আজমরা। তবে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলংকায় হলে পিসিবির কোনো সমস্যা নেই। 

প্রতিযোগিতার অন্তত চার থেকে পাঁচটি ম্যাচ দেশের মাঠে খেলতে চায় পাকিস্তান। বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বা শ্রীলংকায় হলে পাকিস্তানের আপত্তি নেই। 

এশিয়া কাপের ফাইনালে ভারত যদি না উঠে তাহলে লাহোরে ফাইনাল ম্যাচ চায় পাকিস্তান। 

এশিয়া কাপ নিয়ে পিসিবির নতুন প্রস্তাবে এখনো অনুমোদন দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, এ প্রস্তাবে সম্মতি দিতে পারে এসিসি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা 

সবকিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম