Logo
Logo
×

খেলা

বিদায়বেলায় বেনজেমার কষ্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০১:১০ পিএম

বিদায়বেলায় বেনজেমার কষ্ট

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণার পর রোববার রাতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন করিম বেনজেমা। মঙ্গলবার মাদ্রিদে বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হলো ফরাসি ফরোয়ার্ডের রিয়াল অধ্যায়। এদিকে বার্তা সংস্থা এএফপি কাল জানিয়েছে, সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি সেরে ফেলেছেন বেনজেমা। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি আরবে সব মিলিয়ে বছরে প্রায় ২০০ মিলিয়ন ইউরো পাবেন ৩৫ বছর বয়সি ফরাসি তারকা। রিয়ালে তিনি পেতেন ২৮ মিলিয়ন ইউরো।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে অর্থকে প্রাধান্য দিলেও রিয়াল ছাড়তে কতটা কষ্ট হচ্ছে তার, বিদায়ি বক্তব্যে জানালেন বেনজেমা, ‘ভালোবাসার এই ক্লাব ছেড়ে চলে যাচ্ছি, এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। কারণ, আমার স্বপ্ন ছিল, মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করব। কিন্তু জীবন অনেক সময় ভিন্ন সুযোগ নিয়ে হাজির হয়। চলে গেলেও রিয়ালের খেলা আমি সব সময় অনুসরণ করব। রিয়াল মাদ্রিদ সব সময় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।’

এদিকে বেনজেমার গন্তব্য ঠিক হয়ে গেলেও লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে নাটক জমে উঠেছে। একবার খবর আসে তিনি সৌদি ক্লাব আল হিলালে যাবেন, আরেকবার বলা হয়, মেসি বার্সেলোনায় ফিরবেন। গোলডট কমের খবর, আল হিলালের কর্মকর্তাদের মেসি জানিয়েছেন, তিনি এক বছর বার্সেলোনায় খেলে আগামী বছর সৌদি আরবে যেতে চান। আল হিলাল পালটা জানিয়েছে, এক বছর পরে এলে প্রস্তাবটা এবারের মতো বছরে ৫০০ মিলিয়ন ইউরো থাকবে না। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো সৌদিতে যেতে রাজি নন। মেসির বাবাও ছেলেকে বার্সেলোনায় দেখতে চান। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো কিছুই চূড়ান্ত নয়। আজ আসতে পারে সেই ঘোষণা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম