ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে দুটি ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ভারত।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫টি শিরোপা জিতে নেয়। সদ্য শেষ হওয়া আইপিএলে গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই।
ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
ওয়াসিম আকরাম।
তিনি বলেন, ধোনির অভিজ্ঞতা আছে, প্রশান্তি আছে এবং একই সঙ্গে তিনি শারীরিকভাবেও বেশ ফিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের খেলার আবেগ আছে। আপনি যতই ফিট হোন না কেন, আপনার যদি আবেগ না থাকে তবে আপনি পারফর্ম করতে পারবেন না।
তিনি আরও বলেন, ধোনির পারফরম্যান্স বিবেচনা করলে দেখা যাবে তিনি চাইলে ভারতের হয়ে খেলতে পারতেন। কিন্তু তিনি সঠিক সময়ে অবসর নিয়েছেন এবং সেই কারণেই ধোনিই ধোনি।
পাকিস্তানের এই কিংবদন্তি পেসার আরও বলেন, আমার মনে হয় পরের বছর ধোনি আরও শক্তিশালী হয়ে ক্রিকেটে ফিরে আসবেন। তার অভিজ্ঞতা আছে, শান্ত এবং শারীরিকভাবে খুব ফিট। সবচেয়ে বড় কথা, তার খেলার আবেগ আছে। আপনি যতই ফিট হোন না কেন, আপনার যদি আবেগ না থাকে তবে আপনি পারফরম্যান্স নিয়ে আসতে পারবেন না।
পাকিস্তানের সাবেক তারকা আরও বলেছেন, ধোনি যেকোনো দলকে ফাইনালে নিয়ে যেতে পারে।