পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে যা বললেন মোহাম্মদ আসিফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০২:০০ পিএম
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আসিফ।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আসিফ দেশটিতে আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেলের সম্ভাব্যতা সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে এই টুর্নামেন্টটি দুবাই অথবা শ্রীলঙ্কায় আয়োজনের পরামর্শও দেন তিনি।
ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আসিফ বলেছেন, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্ভবত দলগুলোকে সে দেশ সফরে নিরুৎসাহিত করবে। বরং তার পরামর্শ হলো- টুর্নামেন্ট আয়োজনের জন্য বিকল্প ভেন্যু যেমন শ্রীলঙ্কা বা দুবাই বিবেচনা করা যেতে পারে।
নিজের ইউটিউব চ্যানেল- তাহির ‘দ্য টুয়েলভথ ম্যান’-এ তিনি বলেন, ‘আমি মনে করি না এটা (পাকিস্তানে এশিয়া কাপ) হবে। কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। যে কোনো দল এখানে আসতে একটু শঙ্কা থাকবেই। তাই আমি মনে করি, এশিয়া কাপ শ্রীলঙ্কা বা দুবাইতে স্থানান্তরিত হবে।