ফের বিতর্কে জড়ালেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন নোভাক।
বুধবার রাতের ম্যাচে তিনি হাঙ্গেরির মার্টন ফুসোভিসকে হারালেন ৭-৬, ৬-০, ৬-৩ গেমে। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়ল না। কসোভো সম্পর্কে তার বার্তা নিয়ে সমালোচনা হচ্ছে।
জোকোভিচ যদিও বিতর্ক পেছনে ফেলে এগিয়ে যেতে চান। ম্যাচ শেষে ক্যামেরার লেন্সে অটোগ্রাফ দেন তিনি। তবে এবার আর কোনো রাজনৈতিক বার্তা ছিল না।
প্রথম রাউন্ডে জেতার পর জোকোভিচ এভাবেই ক্যামেরার লেন্সে লিখেছিলেন, ‘কসোভো সার্বিয়ার হৃদয়ে রয়েছে।’ এই বার্তা নিয়ে প্রচুর সমালোচনা হয়। এ নিয়ে ম্যাচের পর জোকোভিচকে প্রশ্ন করা হয়েছিল।
সার্বিয়ার খেলোয়াড়ের উত্তর, ‘আমি আবার একই কথা বলতে পারি। কিন্তু আর বলতে চাই না। অনেকেই হয়তো আমার কথার বিরোধিতা করবেন। তাতে আমার কিছু করার নেই। যে কথা আমি বিশ্বাস করি সেটাই লিখেছি। আর কিছু বলতে চাই না। যা বলার বলে দিয়েছি।’