Logo
Logo
×

খেলা

নিগারের সেঞ্চুরি ফারজানার আক্ষেপ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৩:৪৪ পিএম

নিগারের সেঞ্চুরি ফারজানার আক্ষেপ

শেষ তিন বলে সেঞ্চুরি পূরণের জন্য নিগার সুলতানা জ্যোতির প্রয়োজন ছিল নয় রান। পরপর দুই চারের পর শেষ বলে সিঙ্গেল নিয়ে রোমাঞ্চকর সেঞ্চুরি পেয়ে গেলেন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অধিনায়ক। তবে তার সতীর্থ ফারজানা হক পিংকির (৯২*) সেই সৌভাগ্য হয়নি। আট রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। তাদের দুজনের দারুণ ইনিংসে ফতুল্লায় গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে রূপালী ব্যাংক জিতেছে ১৪৮ রানে।

বৃহস্পতিবার মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী দিনের অপর দুই ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩২ রানে হারিয়েছে মোহামেডান। বিকেএসপির এক নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ৬৬ রানে জয় পায় স্বাগতিকরা।

ফতুল্লায় ফারজানা আক্তারের মন্থর (৮২ বলে ৪৪) ইনিংসের পর ঝড় তোলেন রূপালী অধিনায়ক নিগার সুলতানা। মাত্র ৭৬ বলে ১২ চারে ১০০* রান করেন তিনি। ফারজানা ১০৭ বলে ৯২*। মাত্র দুই উইকেটে রূপালী ব্যাংক ২৮৬ রান করে। জবাবে তাহিন তাহেরার (৫৮) হাফ সেঞ্চুরিতে গুলশান ইয়ুথ ক্লাব আট উইকেটে ১৩৮ রান তোলে ম্যাচসেরা নিগার।

শারমিন সুপ্তা (৭৩) ও আয়েশা রহমানের (৫৪) ব্যাটে আট উইকেটে ২৩৪ রান তোলে প্রথমে ব্যাট করা মোহামেডান। জবাব দিতে নেমে আরএইচ ঝিলিকের ৬৬ রানের পরও ছয় উইকেটে ২০২ রান করে কলাবাগান। অপর ম্যাচে সুমাইয়া আক্তারের ব্যাটে (৬৫) ভর করে বিকেএসপি ছয় উইকেটে ২০৮ রান করে। ছোট লক্ষ্যের পেছনে ছুটেও নয় উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি সিটি ক্লাব।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম