Logo
Logo
×

খেলা

১৫ বছর আগের রেকর্ড ভাঙলেন জসওয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৯:৪২ পিএম

১৫ বছর আগের রেকর্ড ভাঙলেন জসওয়াল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসারে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন রাজস্থান রয়েলসের তরুণ তারকা ওপেনার যাশাসবি জয়সওয়াল।

গত ১১ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ফিফটির রেকর্ড গড়েন জসওয়াল। 

এর আগে আইপিএলে ১৪ বলে যৌথভাবে  ফিফটির রেকর্ড গড়েছিলেন লোকেশ রাহুল রাহুল ও প্যাট কামিন্স। 

আইপিএল চলতি আসরে ১৪ ম্যাচে অংশ নিয়ে ৫২.২ গড়ে ৬২৫ করেছেন জসওয়াল। 

এতদিন আইপিএলের একটি মরশুমে কোনও আনক্যাপড ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার শন মার্শের। তিনি ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১১ ইনিংসে ব্যাট করে ৬১৬ রান সংগ্রহ করেন। মার্শের দেড় দশক আগের সেই রেকর্ড ভেঙে দেন জসওয়াল। ১৫ বছর আগে আইপিএলের উদ্বোধনী  মৌসুমে ২০০৮ সালে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ জেতেন শন মার্শ। 

২০২০ সালে আইপিএল আনক্যাপড ঘরোয়া ক্রিকেটার হিসেবে ৫১৬ রান সংগ্রহ করেন ইশান কিষান। এই তালিকায় যারা আছেন-
১. যশস্বী জসওয়াল- ৬২৫ 
২. শন মার্শ- ৬১৬
৩. ইশান কিষাণ- ৫১৬ 
৪. সূর্যকুমার যাদব- ৫১২ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম