বাবর আজম ও মিকি আর্থার। ছবি: জিও টিভি
পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছেন দলটির টিম ডিরেক্টর মিকি আর্থার। সেই সঙ্গে তার নেতৃত্বে সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় মিডিয়া চ্যানেলের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্থার বাবরের এই প্রশংসা করেন বলে খবর দিয়েছে ক্রিকেট পাকিস্তান।
প্রতিবেদনে বলা হয়েছে, আর্থারের মতে, বাবর চমৎকার কাজ করছে এবং যোগ্যতার প্রমাণ হিসেবে নিজের পজিশনকে তৈরি করে নিতে শুরু করেছে।
‘আমি পাকিস্তানে থাকাকালীন বাবরের সঙ্গে দেখা করেছি। আমি মনে করি, সে একটি চমৎকার কাজ করছে। আমার মনে হয়, সে নিজের অবস্থানকে নিজের মতো করে নিতে শুরু করেছে। আমি সত্যিই মনে করি, সে আরও ভালো করছে। তার ব্যাটিং শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে। তাই আমি মনে করি, বাবর এই মুহূর্তে সত্যিই ভালো কাজ করছে,’ বলেন আর্থার।
একই সাক্ষাৎকারে পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সরফরাজের সঙ্গে যোগাযোগের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
‘দেখুন, সরফরাজ আর আমার মধ্যে দারুণ সম্পর্ক। মূলত এ কারণে তার সঙ্গে আমি যোগাযোগ করেছি। কিন্তু আপনি জানেন, ৫০ ওভারের বিশ্বকাপের জন্য অনেক লোক রয়েছে। তাই আমরা তখন স্পষ্টভাবে এই বিষয়ে কথা বলিনি, তবে আমি সরফরাজের সঙ্গে যোগাযোগ করেছি। কারণ আমাদের মধ্যে সত্যিই একটি ভাল সম্পর্ক আছে,’ বলেন আর্থার।