বিশ্বকাপের আগে কেন সরফরাজের সঙ্গে মিকি আর্থারের যোগাযোগ?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৬:৩৩ পিএম
সরফরাজ আহমেদ ও মিকি আর্থার। ছবি: ক্রিকেট পাকিস্তান
সম্প্রতি পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে যোগাযোগ করছেন বর্তমান টিম ডিরেক্টর মিকি আর্থার। যোগাযোগের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিতও করেছেন তিনি। কিন্তু বিশ্বকাপের আগে কেন তার সঙ্গে যোগাযোগ করলেন তিনি?
তবে এ বিষয়ে স্পষ্ট করে তেমন কোনো কিছু বলেননি পাকিস্তান ক্রিকেট দলের টিম ডিরেক্টর মিকি আর্থার। তিনি বলেছেন, তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, সে কারণেই এই যোগাযোগ।
ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, স্থানীয় মিডিয়া চ্যানেলের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্থার বলেছেন, তিনি সরফরাজের সঙ্গে কথা বলেছেন। তবে তারা এখনো ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আলোচনা করেননি। কারণ এই টুর্নামেন্টের জন্য অনেক খেলোয়াড় রয়েছে।
‘দেখুন, সরফরাজ আর আমার মধ্যে দারুণ সম্পর্ক। মূলত এ কারণে তার সঙ্গে আমি যোগাযোগ করেছি। কিন্তু আপনি জানেন, ৫০ ওভারের বিশ্বকাপের জন্য অনেক লোক রয়েছে। তাই আমরা তখন স্পষ্টভাবে এই বিষয়ে কথা বলিনি, তবে আমি সরফরাজের সঙ্গে যোগাযোগ করেছি। কারণ আমাদের মধ্যে সত্যিই একটি ভাল সম্পর্ক আছে,’ বলেন আর্থার।
প্রসঙ্গত, সরফরাজ ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পরে বেশ খারাপ পারফরম্যান্সের কারণে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।