চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে দলে খেলছেন রনি তালুকদার।
আগামী জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচেও সাকিবের খেলা অনিশ্চিত।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের দেওয়া একটি ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান সাকিব। বাঁহাতি অলরাউন্ডারের আঙুলে এক্স-রে করানো হয়।
বাংলাদেশ দলের ফিজিও ইসলাম খান বলেছেন, অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে।
চোট সারিয়ে সাকিব কবে ক্রিকেটে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।