গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ওয়ানডে দলে জায়গা হারায় মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ছাড়াই ঘরের মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে খেলে বাংলাদেশ।
এখন ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের মুখোমুখি বাংলাদেশ দল। চলমান এই ওয়ানডে সিরিজেও নেই অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দলে তিনি থাকবেন বলে ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।
শুক্রবার চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। মাঠে উপস্থিত ছিলেন পাপন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন,মাহমুদউল্লাহ, আমার ধারণা, থাকবে বিশ্বকাপে।
বিসিবি সভাপতি বলেন, তাওহিদ হৃদয়-নাজমুল হোসেন শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ, কিন্তু মাহমুদউল্লাহকে দলে রেখে না খেলানো ততটা সহজ ন। এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। এই জিনিসগুলোই চিন্তা করে (তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াড রাখা হয়নি)।