পাকিস্তান ছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল অসম্পূর্ণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৭:২৪ পিএম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভাপতি হবেন পাকিস্তান থেকে।
নাজাম শেঠি আরও বলেন, পাকিস্তান ছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল অসম্পূর্ণ, তাছাড়া আমরা এটি ছেড়ে যেতে চাই না।
বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি আরও বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বেশির ভাগ রাজস্ব আসে ভারত ও পাকিস্তান থেকে। যদি পাকিস্তান এশিয়া কাপ বয়কট করে, তাহলে সম্প্রচারকারীদের জন্য বড় সমস্যা হবে।
নাজাম শেঠি জানান, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ থেকে আনুমানিক ৪৫ মিলিয়ন উপার্জন করা সম্ভব।
নিরাপত্তার অজুহাত দেখিয়ে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যেতে আগ্রহী নয় ভারতীয় ক্রিকেট দল।
এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেন, পাকিস্তানের নিরাপত্তার কোনো সমস্যা নেই। নিউজিল্যান্ড দল এমন এক সময়ে পাকিস্তান সফর করেছিল যখন দেশটিতে বিক্ষোভ চলছিল। পাকিস্তানে আসা দলগুলোকে রাষ্ট্রপতি পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয়।
পিসিবি চেয়ারম্যান দাবি করেছেন, যদি পাকিস্তানে নিরাপত্তার সমস্যা থাকে, তাহলে তিনিই প্রথম ব্যক্তি হবেন এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করার জন্য।