Logo
Logo
×

খেলা

যেমন হতে পারে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১১:৪৩ এএম

যেমন হতে পারে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয়বঞ্চিত হয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ ফলশূন্য হয়। 

আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তামিমরা।আজকের ম্যাচ যে করেই হোত জিততে চায় টাইগাররা। 

আগের ম্যাচে খুব বেশি বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ।মুশফিকুর রহিমের ইনিংস বড় ছিল।

আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা টাইগারদের।

সিরিজের প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত পারফর্ম করতে না পারায় আরো একটা সুযোগ পেতে যাচ্ছেন সবাই। 

তবে কোনো চোট না থাকায় সম্ভাব্য সেরা দলটাই পাচ্ছেন হাথুরুসিংহে।

গত ৯ মে একই মাঠে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল দুই দল। সেই ম্যাচে ফলাফল না আসলেও পুরো ইনিংস ব্যাট করতে পেরেছিল টাইগাররা। তবে আশানুরূপ পারফর্ম করতে পারেননি মুশফিকুর রহিম ছাড়া বাকিরা। সবাই ভালো শুরু করেছিলেন বটে, তবে ইনিংস বড় করতে পারেননি। ফলে বিষয়টা নিয়ে বেশ ভাবনায় রয়েছে টাইগার ক্রিকেট ম্যানেজমেন্ট।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম