মৌসুম শেষ না হওয়া পর্যন্ত লিওনেল মেসির ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, বলেছেন হোর্হে মেসি।
‘বিশাল অঙ্কের’ অর্থে সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে লিওনেল মেসির চুক্তি হয়ে গেছে, বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের এমন খবর তুমুল আলোড়ন ফেলেছে ফুটবল বিশ্বে। তবে এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তিনি জোর দিয়ে বলেন, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত মেসির ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থাটির একটি সূত্র মঙ্গলবার গণমাধ্যমে বলেন, আগামী মৌসুমে মেসি সৌদি আরবে খেলবেন এবং চুক্তি হয়ে গেছে।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মেসির বাবা।
‘পরের মৌসুমের জন্য কোনো ক্লাবের সঙ্গে কোনোরকম চুক্তি হয়নি। পিএসজির হয়ে লিওনেল লিগ শেষ করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
‘মৌসুম শেষ হলে এই ব্যাপারে বিশ্লেষণ করার এবং তারপর সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। সবসময়ই নানারকম গুজব থাকে…কিন্তু সত্য স্রেফ একটি। আমরা নিশ্চিত করতে পারি যে, কারো সঙ্গেই কোনো চুক্তি হয়নি। মৌখিকভাবে রাজি হওয়া, কোনো স্বাক্ষর করা বা সম্মত হওয়া-এমন কোনো কিছু হয়নি। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কিছু হবেও না।’
মেসির বাবার অভিযোগ, গণমাধ্যমে এমন কিছু লোক আছে যারা সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে প্রতারণা করে, যারা তাদের দাবির প্রমাণ না দিয়ে কোনো বিদ্বেষপূর্ণ গুজবকে সংবাদে পরিণত করতে চায়।
২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া মেসির চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুমে। অনেক দফায় চুক্তি নবায়নের খবর আলোচনা এলেও তা বাস্তবায়িত হয়নি।
ফ্রান্সের গণমাধ্যমের খবর, প্যারিসে আর থাকার ইচ্ছা নেই রেকর্ড সাতবারের ব্যালন দ'অর জয়ীর এবং এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষকে তা জানিয়েও দিয়েছেন তিনি।
তার আবার বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়েও খবর এসেছে অনেক।
৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের অনুমতি না নিয়ে গত সপ্তাহে স্বপরিবারে সৌদি আরব সফরে গিয়েছিলেন। দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত তিনি।
ফরাসি গণমাধ্যমের খবর, ক্লাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও এশিয়ার দেশটিতে ভ্রমণ করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। পরে নিজের দোষ স্বীকার করে ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। সোমবার তার অনুশীলনে ফেরার কথা জানায় ক্লাব।