ইংল্যান্ডে এখন গ্রীষ্মকাল শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে আয়ারল্যান্ড। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ।
বৃষ্টি চলাকালীন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে বলেন, খুবই বিরল ঘটনা এটি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছি ইংল্যান্ডের মাটিতে। সাধারণত এমন ঘটনা ঘটে না। আমরা কাউকে দোষারোপ করছি না। আগে জানলে এমন সূচিতে খেলতেই রাজি হতাম না। কারণ এ অবস্থায় আদর্শ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।
হাথুরুসিংহে আরও বলেন, উইকেট দেখে তো ভালোই মনে হয়েছে। মাটি অনেক শক্ত। হয়তো বৃষ্টির কারণে গত কয়েক দিন কাভারে ঢাকা থাকার কারণেই উইকেট এখনো সবুজ। এখন পর্যন্ত উইকেট ভালোই মনে হচ্ছে।