আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে টাইগারদের ব্যাটিং বিপর্যয়।
মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫২ রানেই প্রথমসারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ।
সেই অবস্থা থেকে দলকে উত্তরণের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গ দেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ।
২৬.৩ ওভারে ১২২ রানে পঞ্চম উইকেট পতনের পর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৬৬ বলে তারা গড়েন ৬৫ রানের জুটি।
এই জুটির কল্যাণে দলীয় স্কোর দুইশর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এরপর হুট করেই নিজের উইকেট বিলিয়ে দেন মিরাজ।
জর্জ ডকরেলের বলে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন মিরাজ। ডিপ স্কয়ার লেগ থেকে বেশ খানিকটা ভেতরে এসে দারুণ ক্যাচ নেন স্টিফেন ডোহেনি। ৩৭.৩ ওভারে দলীয় ১৮৭ রানে ফেরেন মিরাজ। তার আগে ৩৪ বলে চারটি বাউন্ডারির সাহায্যে করেন ২৭ রান।