Logo
Logo
×

খেলা

গিল-ঋদ্ধিমানের তাণ্ডবে রান পাহাড়ে গুজরাট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৬:৩৪ পিএম

গিল-ঋদ্ধিমানের তাণ্ডবে রান পাহাড়ে গুজরাট

শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়েছে গুজরাট টাইটান্স। আইপিএল ১৬তম আসরের ৫১তম ম্যাচে রোববার মুখোমুখি হয় গুজরাট-লখনৌ সুপার জায়ান্টস। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় লখনৌ। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা।

১২.১ ওভারে ১৪২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান। ৪৩ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮১ রান করে ফেরেন তিনি। 

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের সঙ্গে ২৩ বলে ৪২ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ১৫ বলে ২৫ রান করে ফেরেন। 

এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ২৪ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শুভমান। ৫১ বলে দুটি চার আর ৭টি ছক্কার সাহাযে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান গিল। ১২ বলে দুই চার আর এক ছক্কায় ২১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ‘মিলার কিলার’।

শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রানের বিশাল সংগ্রহ করে গুজরাট।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম