বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কোচ মেনে তার কাছে পরামর্শ চাইলেন ভারতীয় তরুণ তারকা পেসার চেতন সাকারিয়া।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ।
দিল্লি ক্যাপিটালসের এই তারকা পেসার ক্যাপশনে লেখেন, এখন জাতীয় দলে দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি। বাংলাদেশ দলকে আপনাদের প্রার্থনায় রাখবেন।
মোস্তাফিজের সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন দিল্লি ক্যাপিটালসে তার সতীর্থ চেতন সাকারিয়া। বাঁহাতি এই তরুণ পেসার লেখেন, ‘শুভকামনা, কোচ। কিছু টিপস (পরামর্শ) পাঠাবেন।’
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের একই নেটে অনুশীলন করার কারণে দুজনের মধ্যে বোলিংয়ের কলাকৌশল নিয়ে আলাপ হওয়ার কথা। সম্ভবত সে কারণেই মোস্তাফিজকে কোচ হিসেবে সম্মান দেখিয়ে এমনটি লেখেন চেতন সাকারিয়া।
কাটার মাস্টার মোস্তাফিজ ২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন। বাংলাদেশ দলে তিনি নিয়মিত সদস্য। আর ২০২১ সালের আইপিএল অভিষেক হয় চেতন সাকারিয়ার। জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয় তার। সেই হিসেবে মোস্তাফিজ সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটার। তার কাছ থেকে সাকারিয়া পরামর্শ চাইতেই পারেন।