দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন ইমাম-উল-হক। মাত্র ১০ রানের জন্য পাননি ওয়ানডে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির দেখা।
বুধবার করাচি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান করে স্বাগতিক পাকিস্তান।
দলের হয়ে ১০৭ বলে ৭টি চার আর এক ছক্কায় ৯০ রান করেন পাকিস্তানের তারকা ওপেনার ইমান উল হক। ৬২ বলে তিন চার আর এক ছক্কায় ৫৪ রান করেন অধিনায়ক বাবর আজম।
এছাড়া ৩৪ বলে ৩২ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ২৯ বলে ৩১ রান করে ফেরেন আগা সালমান। শেষদিকে ১০ বলে দুই ছক্কা আর এক চারে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন শাদাব খান। ২৬ বলে ১৯ রান করেন ওপেনার ফখর জামান।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টানা জয় পায় পাকিস্তান। আজ তৃতীয় খেলায় জয় পেলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে বাবর আজমদের।