ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৬তম আসরের ৪২তম ম্যাচে রোববার মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়েলস।
মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের ঐতিহাসিক ১০০০তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই-রাজস্থান। এদিন মুম্বাইয়ের হয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড ১৯০তম ম্যাচ খেলেন রোহিত শর্মা।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ার শুরু হয় ডেকান চার্জার্সের হয়ে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন মৌসুম ডেকান চার্জার্সের হয়ে ৪৫টি ম্যাচ খেলেন রোহিত।
রোববার ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাইয়ের সাবেক তারকা ক্রিকেটার কায়রন পোলার্ডের অনবদ্য এক রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজিক হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় পোলার্ডকে টপকে এক নম্বরে উঠে আসেন হিটম্যান।
মুম্বাইয়ের হয়ে ১৯০তম আইপিএল ম্যাচ খেলেন রোহিত। এতদিন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সব থেকে বেশি ১৮৯টি আইপিএল ম্যাচ খেলার রেকর্ড ছিল কায়রন পোলার্ডের।
সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং মুম্বাইয়ের হয়ে খেলেছেন ১৩৬টি ম্যাচ, শ্রীলংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা খেলেন ১২২ ম্যাচ। ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরাহ ইতোমধ্যে ১২০ ম্যাচ খেলেছেন।
শুধু ম্যাচ খেলাই নয়, মহেন্দ্র সিং ধোনির পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন রোহিত শর্মা । ধোনি এখনও পর্যন্ত আইপিএলে ২১৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।