ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় আসরের ঘটনা। ২০০৯ সালের সেই আসর অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।
বর্তমানে পাঞ্জাব কিংস নামে আইপিএলে খেলা দলটি সেই সময়ে নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। দলটির ফ্র্যাঞ্চাইজি মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
সেই আসরে নিজ দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে কোনো এক ম্যাচের আগে প্রীতি জিনতা ঘোষণা দিয়েছিলেন, দল জিতলে খেলোয়াড়দের তিনি আলুর পরোটা তৈরি করে খাওয়াবেন। দলের জয়ের পর নিজের সেই প্রতিশ্রুতি রাখতে গিয়ে বেকায়দায় পড় যান অভিনেত্রী।
১৪ বছর আগের সেই ঘটনা উল্লেখ করতে গিয়ে প্রীতি জিনতা বলেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় ছিলাম, হোটেলে ভালো পরোটা দেয়নি। যে কারণে আমি ওদের বলেছিলাম, আমি সবাইকে শেখাব কিভাবে আলুর পরোটা তৈরি করতে হয়।’
তিনি হাসতে হাসতে আরও বলেন, ‘সেটা শুনে ছেলেরা জিজ্ঞেস করল, আমি কি তাদের জন্যও আলুর পরোটা বানাতে পারি? আমি তাদের বলেছিলাম যে, পরের ম্যাচে ওরা জিতলে আমি আলুর পরোটা তৈরি করব। তারা ম্যাচ জিতে। তারপর আমি দলের জন্য ১২০টি আলুর পরোটা তৈরি করি। সেদিন প্রথম বুঝেছিলাম, ছেলেরা কত খায়। এরপর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি।’