Logo
Logo
×

খেলা

নাহিদার দারুণ বোলিং, বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৪ পিএম

নাহিদার দারুণ বোলিং, বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ

নাহিদা আক্তারের দারুণ বোলিংয়ে শ্রীলংকাকে কম রানে আটকে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। 

শনিবার কলম্বোর পি সারা ওভালে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলংকা। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। 

উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা তিন ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে।

গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডে বৃষ্টির সৌজন্যে ১টি করে পয়েন্ট পায় নিগার সুলতানার দল। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ঠিক পরেই শ্রীলংকা। 

শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে ১৫২ রানে ৬ উইকেট হারায় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক চামিরা আতাপাত্তু। ৩০ ও ১৪ রানে অপরাজিত ছিলেন কাভিশা দিলহারি ও ওশাদি রানাসিংহে। 

বল হাতে ৭ ওভারে দুই মেডেনসহ স্রেফ ২৪ রানে ৩ উইকেট নেন নাহিদা। সুলতানা, ফাহিমা খাতুন ও জাহানারা আলম শিকার করেন ১টি করে উইকেট। 

মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে । 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম