নাহিদা আক্তারের দারুণ বোলিংয়ে শ্রীলংকাকে কম রানে আটকে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়।
শনিবার কলম্বোর পি সারা ওভালে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলংকা। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা তিন ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে।
গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডে বৃষ্টির সৌজন্যে ১টি করে পয়েন্ট পায় নিগার সুলতানার দল। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ঠিক পরেই শ্রীলংকা।
শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে ১৫২ রানে ৬ উইকেট হারায় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক চামিরা আতাপাত্তু। ৩০ ও ১৪ রানে অপরাজিত ছিলেন কাভিশা দিলহারি ও ওশাদি রানাসিংহে।
বল হাতে ৭ ওভারে দুই মেডেনসহ স্রেফ ২৪ রানে ৩ উইকেট নেন নাহিদা। সুলতানা, ফাহিমা খাতুন ও জাহানারা আলম শিকার করেন ১টি করে উইকেট।
মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ।