Logo
Logo
×

খেলা

চাপ সামলে ভালো খেললে বিশ্বকাপে সুযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৬:২২ পিএম

চাপ সামলে ভালো খেললে বিশ্বকাপে সুযোগ

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে ওয়ানডেতে তৃতীয় স্পিনারের দৌড়ে বেশ কিছু দিন ধরেই লড়াই করে যাচ্ছেন তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ।

গত কয়েক সিরিজ ধরে অদল বদল করে খেলানো হচ্ছে তাইজুল-নাসুমকে। আসন্ন বিশ্বকাপ পর্যন্ত এভাবেই চলবে। 

তবে দুজনের মধ্যে যে চাপের মুখে দৃঢ়তা দেখাতে পারবেন, দলের চাহিদা মেটাতে পারবেন, সে বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন। এমনটি জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

তিনি বলেন, (নাসুম-তাইজুলের অদল বদলের কারণ) আমরা যেমন আলোচনা করেছি, আমরা আমাদের স্কোয়াড বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই। বিশ্বকাপের আগ পর্যন্ত এটি (অদল বদল) চলতে থাকবে।

সুযোগ কাজে লাগাতে না পারলে বাদ পড়ে যাওয়ার শঙ্কায় নিজেকে মেলে ধরা কঠিন। দলে জায়গা নিয়ে লড়াইয়ের তীব্র চাপের মুখে ভেঙে পড়াও অস্বাভাবিক কিছু নয়।

এ ব্যাপারে কোচ বলেন, এটি তাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। আমরা তাদের ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি, প্রভাব ফেলবে না। যদি প্রভাব ফেলে, তাহলে এটা চাপের মধ্যে তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। ওই ধরনের ক্রিকেটার আমরা দলে চাই না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম