![তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/26/image-668748-1682522797.jpg)
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত। বুধবার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারায় কোচ গোলাম রব্বানীর শিষ্যরা।
রোববার ডি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে বড় প্রতিপক্ষ হিসাবেই মেনে নিয়েছিল তুর্কমেনিস্তান। অন্যদিকে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী প্রতিপক্ষকে সম্মান দেখিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার কথা জানিয়েছিলেন।
বাংলাদেশের লক্ষ্য ছিল জয়। শিষ্যরা হতাশ করেননি গুরু ছোটনকে। তুর্কমেনিস্তানকে বিধ্বস্ত করেছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই তুর্কমেনিস্তানের জালে দুবার বল জড়ায় বাংলাদেশ। তিন মিনিটে পূজা দাসের গোলে লিড নেয় লাল-সবুজরা (১-০)।
মিনিটদুয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা (২-০)। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার আরও এক গোল করে বাংলাদেশকে ৩-০তে এগিয়ে দেন। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন থুইনু মারমা (৪-০)। এরপরও বাংলাদেশের আক্রমণের ধারা অব্যাহত থাকে। থুইনু-রুমাদের আটকাতে গিয়ে ৬০ মিনিটে নিজেদের বক্সেই ফাউল করে বসে তুর্কমেনিস্তান।
রেফারি পেনালটির সিদ্ধান্ত দিলে সুরভী আকন্দ প্রীতির সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ (৫-০)। ৮২ মিনিটে আরেকটি পেনালটি পায় বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে ষষ্ঠ গোল আদায় করে নেন তৃষ্ণা (৬-০)।