Logo
Logo
×

খেলা

দ্রুততম ১০০ উইকেট শিকারে বিশ্বরেকর্ড লামিচানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৩:৫৫ এএম

দ্রুততম ১০০ উইকেট শিকারে বিশ্বরেকর্ড লামিচানের

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম একশ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচান। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

শুক্রবার এসিসি প্রিমিয়ার কাপের সপ্তম ম্যাচে ওমানের বিপক্ষে ম্যাচে ৮ ওভারে ৪৫ রানে ৩ উইকেট নেন লামিচান। ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম ম্যাচে একশ উইকেট পূর্ণ করেন লামিচান। যা ওয়ানডেতে দ্রুততম একশ উইকেট।

এত দিন এই বিশ্বরেকর্ডটি দখলে রেখেছিলেন রশিদ। ৪৪ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে একশ উইকেট পূর্ণ করেছিলেন রশিদ। ২০১৮ সালের মার্চে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দ্রুততম একশ উইকেট শিকারের মালিক হন রশিদ। পাঁচ বছর পর রশিদের রেকর্ড ভাঙ্গলেন লামিচান। লামিচানের বিশ্বরেকর্ডের ম্যাচে ৮৪ রানে জয় পায় নেপাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম