Logo
Logo
×

খেলা

টাকা না দেওয়ায় ‘ব্লু টিক’ হারালেন কোহলি-শাহরুখরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০২:৫৫ পিএম

টাকা না দেওয়ায় ‘ব্লু টিক’ হারালেন কোহলি-শাহরুখরা

বিশ্বের জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত টুইটার একাউন্টের নামের পাশে এতদিন বিশেষ ‘ব্লুটিক’ চিহ্ন থাকত। 

গতকাল বৃহস্পতিবার থেকে সেই বিশেষত্ব হারালেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রাজনীতিবিদ রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বরা। টাকা না দেওয়ায় ব্লুটিক হারালেন তারা। 

এখন থেকে টাকা দিয়ে টুইটার ব্যবহারকারীরা তাদের নামের পাশে বিশেষ চিহ্ন ‘ব্লু টিক’ পরিষেবা গ্রহণ করতে পাবেন। 

মাইক্রোব্লিগং সাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে টুইটার ব্যবহারকারীদের ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে।

তবে কোন সংস্থা যদি তাদের অফিসিয়াল টুইটারের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায় তাহলে তাদের মাসে প্রায় ৮২ হাজার টাকা খরচ করতে হবে।

তবে যারা আগেভাগে টাকা দিয়ে রেখেছিলেন, টুইটারে তাদের নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম