Logo
Logo
×

খেলা

র‌্যাংকিংয়ে রউফ-জয়াসুরিয়ার বড় অর্জন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০২:৫৩ পিএম

র‌্যাংকিংয়ে রউফ-জয়াসুরিয়ার বড় অর্জন

টি-টোয়েন্টিতে পাকিস্তানের হারিস রউফ ও টেস্টে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবাথ।  জয়াসুরিয়া। 

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এতে এ তথ্য জানানো হয়।  

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১১ নম্বরে আছেন রউফ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ১০ উইকেটের সৌজন্যে রউফের রেটিং পয়েন্ট এখন ৬৫৭। 

এই সংস্করণে পাকিস্তানের বোলারদের মধ্যে র‌্যাংকিংয়ে তিনিই এখন সবার ওপরে। আগের সপ্তাহেই শাহিন আফ্রিদিকে টপকে গিয়েছিলেন রউফ। এবার তিনি পেছনে ফেললেন শাদাব খানকে (১৩ নম্বরে)। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০ উইকেট নিয়ে টেস্টে বোলারদের র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবাত জয়াসুরিয়া। 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে শ্রীলঙ্কা জিতেছে রেকর্ড ইনিংস ও ২৮০ রানের ব্যবধানে। সেই টেস্টে বাঁহাতি স্পিনার জয়াসুরিয়া নিয়েছেন ১০ উইকেট। শুধু এই টেস্টে নয়, ক্যারিয়ারের প্রথম ৬ ম্যাচেই এই স্পিনার নিয়েছেন ৪৩ উইকেট। 

টেস্টের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম