Logo
Logo
×

খেলা

সাকিবের মতো একই ভুল করেননি সিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১১:১৯ পিএম

সাকিবের মতো একই ভুল করেননি সিরাজ

২০১৮ সালে আইপিএল চলাকালে পাওয়া ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে শাস্তির মুখে পড়তে হয়েছিল বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। 

সেই একই ভুল করেননি ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এবারের আইপিএলের আগে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ চলাকালে অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সিরাজ। 

ভারত দলের গোপন তথ্য পেতেই সিরাজকে ফোন করেছিলেন সেই ব্যক্তি। কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে বোর্ডের দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) বিষয়টি জানান সিরাজ। পরে সেই ব্যক্তির পরিচয় খুঁজে বের করে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অচেনা সেই ব্যক্তি একজন ড্রাইভার। বিসিসিআইয়ের একটি সূত্র বুধবার বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, সিরাজকে প্রস্তাব দেওয়া ব্যক্তি কোনো বাজিকর ছিল না। সে হায়দরাবাদের একজন চালক। বাজিতে অনেক অর্থ খোয়ানোর পর সিরাজের কাছে দলের গোপন তথ্য জানতে চেয়েছিল। সিরাজ সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম