Logo
Logo
×

খেলা

গল টেস্টের প্রথম দিনেই করুনারত্নে-মেন্ডিসের সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৭:৩৭ পিএম

গল টেস্টের প্রথম দিনেই করুনারত্নে-মেন্ডিসের সেঞ্চুরি

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রানের বন্যা বইয়ে দিচ্ছে শ্রীলংকান ক্রিকেট দল।

প্রথম দিনে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ৩৮৬ রান।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে স্বাগতিক শ্রীলংকা।  

অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে ওপেনিংয়ে ৬৪ রানের পার্টনারশি গড়েন নিশান মাদুশঙ্কা। ২৯ রানে ফেরেন মাদুশঙ্কা। 

এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ২৮১ রানের জুটি গড়েন ওপেনার করুনারত্নে। এই জুটিতে দুজনেই সেঞ্চুরি তুলে নেন। 

ক্যারিয়ারের ৫৭তম টেস্টে অষ্টম সেঞ্চুরি তুলে নেন কুশাল মেন্ডিস। ১৯৩ বলে ১৮টি চার আর এক ছক্কার সাহায্যে ১৪০ রান করে ফেরেন তিনি। 

কুশাল মেন্ডিস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফেরেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দিনের একেবারে শেষমুহূর্তে গিয়ে আউট হন অধিনায়ক দিমুথ করুনারত্নে। সারা দিন ব্যাটিং করে ক্যারিয়ারের ৮৫তম টেস্টে ১৫তম সেঞ্চুরি তুলে নিয়ে আউট হন তিনি। তার আগে ২৩৫ বলে ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৭৯ রান করেন করুনারত্নে। 

দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ৩৮৬ রান। 

লংকানদের হাতে এখনো ৬ উইকেট রয়েছে। সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল, ধনানজয়া ডি সিলভারা দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে রানের পাহাড় গড়া অসম্ভব কিছু নয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম