Logo
Logo
×

খেলা

মোস্তাফিজ এক ওভারেই দিলেন ১৯, তিন ওভারে ৪১ রান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৭:১৯ পিএম

মোস্তাফিজ এক ওভারেই দিলেন ১৯, তিন ওভারে ৪১ রান

মোস্তাফিজুর রহমানকে চাটার্ড বিমানে উড়িয়ে নেওয়ার পরও প্রথম তিন ম্যাচে ডাগআউটে বসিয়ে রাখে দিল্লি ক্যাপিটালস। যে কারণে কম সমালোচনা হয়নি। 

হ্যাটট্রিক হারের পর দিল্লির চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ হয় মোস্তাফিজের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে কোনো উইকেট শিকার করতে পারেননি ‘দ্য ফিজ’। সেই ম্যাচে ৪ ওভারে ৯.৫০ গড়ে ৩৮ রান খরচ করেন কাটার মাস্টার। সেই ম্যাচেও হেরে যায় দিল্লি। 

টানা টার ম্যাচে হেরে খাদের কিনারায় উপনিত হওয়া দলটি আজ নিজেদের পঞ্চম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি। আগের ম্যাচে ৯.৫০ গড়ে রান খরচ করা মোস্তাফিজের ওপর আজও আস্থা রেখেছে দল। 

আজ বেঙ্গালুরুর বিপক্ষে এক ওভারেই মোস্তাফিজ খরচ করেন ১৯ রান। এমন খরুচে বোলিংয়ের কারণে অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাকে দিয়ে পুরো ৪ ওভার বোলিং করাননি। তিন ওভারে ১৩.৬৬ গড়ে ৪১ রান খরচ করেন মোস্তাফিজ। 

মোস্তাফিজের খরুচে বোলিং দেখে আইপিএলের ধারাভাষ্যকার ভারতীয় দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রি বলেন, খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর। একটি ওভারে দিয়েছেন ১৯ রান। তার নিজের মানের তুলনায় অনেক খরুচে’

শনিবার চেন্নাস্বামী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মোস্তাফিজের খরুচে বোলিংয়ের দিনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে বেঙ্গালুরু। সর্বোচ্চ ৫০ রান করেছেন বিরাট কোহলি। কুলদিপ যাদব ২৩ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম