Logo
Logo
×

খেলা

মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৭:২৯ পিএম

মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা

জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে।

শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৩৪৮ রানের পাহাড় গড়ে ১০১ রানের বড় জয় পেয়েছে মোহামেডান। মতিঝিলের ক্লাবটির এই জয়ের ম্যাচে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি মিরাজ।

মাত্র ৮ বলে ৬ রান করে এলবিডব্লিউ হয়ে মিরাজ আউট হয়ে ফেরেন। তার সেই আউট নিয়ে ছিল অসন্তোষ। সিটি ক্লাবের বোলার আসিফের করা সেই বল পিচে পড়ে টার্ন করে লেগ স্টাম্পের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। যার কারণে আম্পায়ারের এমন সিদ্ধান্ত মানতে পারেননি মিরাজ।

মাঠেই অসন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। মাঠ থেকে বের হয়ে থার্ড আম্পায়ারের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন মিরাজ। এরপর মোবাইল ফোনে ভিডিও নিয়ে মিরাজ সেটি সাকিব আল হাসানকে দেখান। আউটের সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না।

কিন্তু আম্পায়ার ভুল করলেও সেটি মেনে নিতেই হয়। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা আচরণবিধি ভঙ্গের শামিল। মিরাজ তাই দোষী সাব্যস্ত হয়েছেন।

প্রিমিয়ার লিগে ম্যাচ ফি না থাকায় মিরাজকে নগদ ১০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম