Logo
Logo
×

খেলা

‘ফুটবলে যারা আছে, ২০ লাখ দিতে পারে না?’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পিএম

‘ফুটবলে যারা আছে, ২০ লাখ দিতে পারে না?’

আর্থিক সংকটের কারণে অলিম্পিক বাছাই খেলতে নারী ফুটবল দলকে মিয়ানমারে পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টাকার অভাবে দল বিদেশে পাঠাতে না পারার ঘটনা নিয়ে শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, ‘এরচেয়ে বড় বদনাম দেশের আর হতে পারে না।’

প্রধানমন্ত্রীর কাছে বিসিবি সভাপতির ফোন করা নিয়ে কটাক্ষ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। পালটা জবাবে নাজমুল বলেন, ‘এখানে অন্য ব্যাপার আছে হয়তো। এটা খুবই দুঃখজনক। এরচেয়ে বড় বদনাম আর দেশের হতে পারে না। দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবী মেনে নিচ্ছে। সেই জায়গায় আমরা বলছি, ২০ লাখ টাকার (আসলে ৬৮ লাখ) জন্য আমাদের দেশের মেয়েরা প্রি-অলিম্পিক খেলতে যেতে পারে না। এরচেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এ নিয়ে কথা বলতে চাই না।’

নাজমুল বলেন, ‘বিশ্বাস করেন, আমি কারও সঙ্গে কথা বলিনি। আমাদের  প্লেয়াররাই দিয়ে দিত। শুধু বলত একবার। ফুটবলে যে পরিচালকরা আছে... ২০ লাখ টাকা দিতে পারে না। এদের অনেকের প্রতিদিনের খরচই তো ২০ লাখ টাকা। আমার কাছে আশ্চর্য লাগে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম