আইপিএল শুরু, প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি গুজরাট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৭:৪৫ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের পর্দা উঠেছে আজ। শুক্রবার উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কওয়াড, মঈন আলী, বেন স্টোকস, রবিন্দ্র জাদেজা, শুভম দুবে, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দিপক চাহার, রবিন্দ্র।
গুজরাট টাইটান্স: শুভমান গিল, ঋদ্ধীমান সাহা, কেন উইলিয়ামস, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাহুল তিওয়াতি, রশিদ খান, মোহাম্মদ শামি, জস লিটল, আলজারি জোসেফ ও ইয়েস দুল।