Logo
Logo
×

খেলা

ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে রনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৪:৪২ পিএম

ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে রনি

জিতলেই সিরিজ নিশ্চিত। এমন সহজ সমীকরণের ম্যাচে উড়ন্ত সূচনা বাংলাদেশ দলের। উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৫৬ বলে ১২৪ রানের জুটি গড়েন রনি তালুকদার। 

লিটন-রনির ১২৪ রানের জুটিটি টি-টোয়েন্টিতে দেশের হয়ে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। আর উদ্বোধনী জুটিতে রেকর্ড সর্বোচ্চ। 

এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার ১০২ রানের জুটি গড়েন। এতদিন সেটাই ছিল টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি।

টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির মালিক হলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩২ রানের জুটি গড়েন।

বুধবার জুটির রেকর্ড গড়ে ফিফটির পথেই ছিলেন রনি তালুকদার। ৪৪ থেকে বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন তিনি। সাজঘরে ফেরার আগে ২৩ বলে তিন চার আর ২টি ছক্কার সাহায্যে রনি করেন ৪৪ রান। 

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন রনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম