Logo
Logo
×

খেলা

১৯ বছর পর এলিট প্যানেল ছাড়লেন আলিম দার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০১:৩৭ এএম

১৯ বছর পর এলিট প্যানেল ছাড়লেন আলিম দার

আম্পায়ারদের এলিট প্যানেলের যাত্রা শুরু হয় ২০০২ সাল থেকে। তখন থেকেই এই প্যানেলের সদস্য ছিলেন পাকিস্তানের আলিম দার। ১৯ বছর ধরে থাকার পর সরে গেলেন আইসিসির শীর্ষ আম্পায়ারদের জন্য গড়া এলিট প্যানেল থেকে। 

বৃহস্পতিবার ২০২৩-২৪ মৌসুমের জন্য এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের নাম প্রকাশ করে আইসিসি। যেখানে থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ৫৪ বছর বয়সী আলিম দার। 

আলিম দার ১৪৪টি টেস্ট ও ২২২টি ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন। ৬৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। 

আগামী মৌসুমের এলিট প্যানেলের সদস্য ১১ থেকে ১২জন করেছে আইসিসি। যুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং সবচেয়ে বেশি ৯৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করা পাকিস্তানের আহসান রাজাকে। 
আম্পায়াদের এলিট প্যানেলে আছেন যারা- অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), ক্রিস গ্যাফানি (নিউ জিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), পল রাইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম