তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সুখবর পেলেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও পেস বোলার মোস্তাফিজুর রহমান।
সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সদ্যঘোষিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাপ্তাহিক হালনাগাদে র্যাংকিংয়ে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানরা।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে সিরিজসেরা হয়েছেন শান্ত। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শান্ত।
সিরিজের শেষ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন লিটন দাস। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন লিটন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন ফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।