Logo
Logo
×

খেলা

সিরিজ সেরা নাজমুল হোসেন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৭:১৩ পিএম

সিরিজ সেরা নাজমুল হোসেন শান্ত

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচে ৫১, ৪৬* ও ৪৭* রানের অনবদ্য ইনিংস খেলে সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন জাতীয় দলের তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। 

সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ১৫৭ রান তাড়ায় বাংলাদেশ ২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় পায়। সেই ম্যাচে ৩০ ৮টি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করে ম্যাচ সেরা হন শান্ত। 

মিরপুরে সিরিজ জয়ের ম্যাচে ৪৭ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার আগে শান্ত করেন ৪৬ রান। 

মঙ্গলবার হোয়াইটওয়াশ করার ম্যাচে ৩৬ বলে এক চার আর দুই ছক্কার সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন শান্ত।

তিন ম্যাচে দুই দলের বিচারে সর্বোচ্চ ১৪৪ রান করে সিরিজ সেরার পুরস্কার নিজের করেন নেন ২৪ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটসম্যান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম