পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে গত বুধবার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৬৫ বলে সেঞ্চুরি (১১৫) করেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। পিএসএলে বাবরের প্রথম সেঞ্চুরিতে ভর করে ২৪০ রানের পাহাড় গড়ে পেশোয়ার।
বিশাল টার্গেট তাড়ায় রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়। তার ৬৩ বলের ২০টি চার আর ৫টি ছক্কার সাহায্যে গড়া ১৪৫ রানের অনবদ্য ইনিংস ভর করে ১০ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় কোয়েটা গ্লাডিয়েটর্স।
বাবরের সেঞ্চুরির পরও তার দল হেরে যাওয়ায় নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডুল, বাবরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। তার দাবি বাবর যদি দলের স্বার্থ বিবেচনা করে খেলতেন তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।
সাইমন ডুল বলেন, পিএসএলে বাবর আজম সেঞ্চুরি করাটাই বড় ব্যাপার। এই রেকর্ডগুলো দুর্দান্ত। তবে তার আগে দলের কথা ভাবা উচিত।
বাবর মাত্র ৪৪ বলেই পৌঁছে যান ৮০ রান। সেঞ্চুরি পূর্ণ করতে পরের ২০ রান করতে খেলেন ১৬ বল। ২০ রানের জন্য ১৬ বল খেলায় বাবরের সমালোচনা করেন ডুল।
বাবরের সমালোচনা করায় পাকিস্তানের বাবর ভক্তরা সাইমন ডুলকে সোশ্যাল মিডিয়ায় গালমন্দ করেন।
সেই সমালোচনা প্রসঙ্গে সাইমল ডুল বলেন, বাবর আজম বিশ্বসেরা একজন ব্যাটসম্যান। এই ধরনের বোলিং আক্রমণে তাকে আরও আধিপত্য বিস্তার করে খেলা উচিত। এটা শুধুই আমার ব্যক্তিগত মত ছিল।
অথচ সাইমন ডুলকে গালিগালাজ শুনতে হয়। ইনস্টাগ্রামে গালিগালাজ করা একটি ছবি পোস্ট করে ডুল বলেন, মতামত দেওয়ার জন্য গালাগালি করা ঠিক নয়।