চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর দেশের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, হাথুরুর হাতে নিশ্চয়ই জাদুর কাঠি আছে।
বিপিএল চলাকালীন সালাউদ্দিন বলেছেন, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। কারণ তা না হলে আসলে এভাবে আমরা...কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি আছে ।আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করছে তার অধীনে অনেক ভালো ফল হবে।
বৃহস্পতিবার বেলা ৩টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলাটি শুরু হবে।
তার আগে বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে এক প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই সিরিজ জয়ই আমাদের লক্ষ্য। তবে আমি কোনো জাদুকর নই বা এমন কেউ নই যে, আগেই ভবিষ্যৎ বলতে পারব। আমরা যা করতে পারি সেটাই করব। জেতার চেষ্টা করব।