Logo
Logo
×

খেলা

সাকিব চাইলে যে কোনো পজিশনে ব্যাট করতে পারে: পাপন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৭:৪৮ এএম

সাকিব চাইলে যে কোনো পজিশনে ব্যাট করতে পারে: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব আল হাসান কোনো পজিশনে ব্যাটিং করতে চাইলে অধিনায়ক বা কোচ কেউ তাকে না করবে না। 

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম খেলায় পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন সাকিব।

আজ মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাকিব কোন পজিশনে ব্যাটিং করবেন, তা নিয়ে বিসিবি সভাপতি বলেন, কে কত নম্বরে ব্যাটিং করবে আমি জানি না।

তিনি আরও বলেন, আগের অভিজ্ঞতা থেকে বলি, এটা পরিস্থিতি অনুযায়ী ওরা ঠিক করে। কিন্তু একটা কথা বলি, সাকিব যদি কোনো জায়গায় ব্যাট করতে চায় তাহলে কোন অধিনায়ক বা কোচ না করবে না।

ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, আমি সাকিবকে জিজ্ঞেস করেছি তিনে ব্যাট করতে চাও কিনা সে বলেছে, দলের জন্য যেখানে দরকার সেখানে ব্যাট করতে রাজি, এটা পরিষ্কার বার্তা। এটা আমাকে জিজ্ঞেস করাটা কঠিন।

পাপন আরও বলেন, এটা সাকিব, অধিনায়ক ও কোচকে জিজ্ঞাসা করতে পারেন। কারণ আমি যদি বলি ওকে পাঁচে করলেই ভালো, দেখা যাবে ওকে অন্য জায়গায় খেলাচ্ছে। শান্ত যদি আউট হতো তাহলে অবশ্যই চারে ও (সাকিব) নেমে যেত। এটা আসলে ওই পরিস্থিতিতে কি হচ্ছে সেটা বলা কঠিন।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম