![কোহলির ‘পাগলু’ ড্যান্স](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/03/01/image-650304-1677684232.jpg)
ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে মাঠেই ‘পাগলু ড্যান্স’ দেন। তার সেই ড্যান্সের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ইন্দোরে চলমান টেস্টে ড্যান্স দিয়ে শিরোনাম হয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন কোহলি হঠাৎ করেই স্লিপে দাঁড়িয়ে নাচতে শুরু করেন। ক্যামেরায় সেই নাচের ভঙ্গিমা ধরা পড়ে।
ভারত সফরে নাগপুর ও দিল্লি টেস্টে হেরে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। ইন্দোরে চলমান টেস্টের প্রথম ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
ইন্দোরে চলমান টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রানে ভারতকে অলআউট করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে উসমান খাজার ফিফটিতে ভর করে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।
pic.twitter.com/wnTJiooL9L
— Nitin Kumar (@NitinKu29561598) March 1, 2023
Virat Kohli Dance Video#IndvsAus