জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গত ডিসেম্বরে ভারত সিরিজে বিশ্রাম নিয়েছিলেন। ১ মার্চে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজ দিয়ে তার দায়িত্বে ফেরার কথা ছিল; কিন্তু সুজন নিজেই জানিয়েছেন ইংল্যান্ড সিরিজেও থাকছেন না।
সোমবার মিরপুরে সুজন বলেন, এটা যেহেতু হোম সিরিজ, তাই আমি থাকতে চাই না। আসলে…হোম সিরিজে যেহেতু আমরা সবাই থাকি। মনে হয় না থাকব। এই সিরিজটা যাক, তারপর দেখা যাবে। হোম সিরিজে এখানে সবাই আছি বোর্ডের, সবাই সাহায্য করতে পারবে। আমি মনে হয় না এই সিরিজে ফিরব।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, অবশ্যই প্রধান কোচ আসছে, সে পরিকল্পনা করবে, কিভাবে তার দলকে দেখতে চায়। এটা তার ওপরই থাকবে। বোর্ডের দিক থেকে প্রত্যাশা- আমরা জানি, হাথুরুর কী গুণ, হাথুরু কিভাবে কাজ করেছে আমরা জানি। আমরা চাই, সে কাজটাই (করুক)। এখন আরও পরিণত দল পাচ্ছে, এই দলটাকে কিভাবে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে, আমরা বিশ্বাস করি, সেটা সে পারবে।