Logo
Logo
×

খেলা

রাতেই ঢাকায় পা রাখছেন হাথুরুসিংহে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৬ পিএম

রাতেই ঢাকায় পা রাখছেন হাথুরুসিংহে

দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে আজ সোমবার রাতে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টিম টাইগার্সের দায়িত্বে ছিলেন লংকান এই কোচ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১০টায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে হাথুরুর। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন তিনি। অবশ্য তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন হাথুরু।

জানা গেছে, আগামীকাল (মঙ্গলবার) বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন হাথুরু। পরদিন থেকে মাঠে দেখা যাবে হাথুরুকে। এছাড়া ২৩ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলায় একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেখানেও উপস্থিত থাকবেন হাথুরু।

এদিকে হাথুরুর ফেরার দিনেই বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা থেকে এই পেস বোলিং কোচও ফিরছেন আজ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম