Logo
Logo
×

খেলা

পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচেই ফ্লাডলাইটে আগুন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৩ পিএম

পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচেই ফ্লাডলাইটে আগুন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শুরু হয়েছে সোমবার থেকে। আসরের শুরুতেই বিপত্তি।  প্রথম ম্যাচেই ফ্লাডলাইটে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে। আগুন লাগার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা যায়, মুলতান স্টেডিয়ামে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির কারণে আগুন লাগে। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

সোমবার মুলতান সুলতান ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচের টসের আগে আগুন লাগার মতো উদ্বেগজনক ঘটনা ঘটে। 

এদিন শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ রানের জয় পায় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স।

টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে লাহোর। দলের হয়ে ৪২ বলে তিন চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৬ রান করে ওপেনার ফখর জামান। ২৬ বলে ৩২ রান করেন আরেক ওপেনার মিরাজ বেগ। ইনিংসের শেষ দিকে ১২ বলে এক চার আর সমান ছক্কায় ২০ রানের অনবদ্য ইনিংস খেলেন হুসাইন তালাত।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে জয়ের পথেই ছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতান্স। উদ্বোধনী জুটিতে অধিনায়ক রিজওয়ানের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়েন শান মাসুদ। তিনি ৩১ বলে ৩৫ রানে ফেরেন।  এরপর ৩৫ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক রিজওয়ান। তার আগে ৫০ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে করেন ৭৫ রান। এরপর ২৫ রানে ফেরেন ডেভিড মিলার। 

শেষ ওভারে জয়ের জন্য মুলতানের প্রয়োজন ছিল ১৫ রান। ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড ব্যাটিংয়ে থাকায় জয়ের স্বপ্ন দেখছিল মুলতান। কিন্তু শেষ ওভারের প্রথম চার বলে পোলার্ডসহ ৩ উইকেট শিকার  করেন জামান খান।  

জয়ের জন্য শেষ ২ বলে মুলতানের প্রয়োজন ছিল ৯ রান। খুশদিল শাহ পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে ৮ রান আদায় করলেও দলকে কাঙ্খিত জয় উপহার দিতে পারেননি। টানটান উত্তেজনার ম্যাচে মাত্র এক রানে জয় পায় লাহোর কালান্দার্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম