Logo
Logo
×

খেলা

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন মরগান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন মরগান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছর জুনে। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছিলেন এউইন মরগান। এবার সেই অধ্যায়েরও সমাপ্তি ঘটল। 

সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সফলতম অধিনায়ক। ২০১৯ সালে মরগানের নেতৃত্বে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। রেকর্ড ১২৬ ওয়ানডে ও ৭২ টি ২০তে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এই মারকুটে ব্যাটার ২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন। 
গত বুধবার দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগে পার্ল রয়্যালসের হয়ে পেশাদার ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেলেছেন ৩৬ বছর বয়সি মরগান। এবার তাকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়।

অবসরবার্তায় মরগান বলেছেন, ‘গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। অনেক ভাবনাচিন্তার পর মনে হয়েছে, যে খেলাটার জন্য এত কিছু পেয়েছি, সেটা ছাড়ার এখনই সময়। ২০০৫ সালে ইংল্যান্ডের মিডলসেক্সে যোগ দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলা পর্যন্ত প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ... এই চ্যালেঞ্জ ও রোমাঞ্চ আমি নিঃসন্দেহে মিস করব।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম