ভারতীয় ক্রিকেট দলের এ সময়ের অন্যতম সেরা পেসার হলেন মোহাম্মদ শামি। এই মুসলিম তারকা পেসার ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৭১ ম্যাচে অংশ নিয়ে ৪০২ উইকেট শিকার করেছেন।
৩২ বছর বয়সী ভারতীয় ক্রিকেট দলের এই নিয়মিত তারকার ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
তিনি বলেন, আমাকে যদি শামির জন্য একটি শব্দ ব্যবহার করতে বলা হয়, তাহলে আমি বলব ‘টর্চার শামি’। কারণ আমার পুরো ক্যারিয়ারে নেটে সবচেয়ে কঠিন যে বোলারের মুখোমুখি হয়েছি, তিনি হলেন শামি। সে আমাকে অনেকবার ম্যাচেও আউট করেছে, কিন্তু নেটে তাকে খেলা সত্যি খুবই কঠিন।
ক্রিকবাজের একটি শোতে অংশ নিয়ে দীনেশ কার্তিক আরও বলেন, আমি ভেবেছিলাম আমিই একমাত্র যে তাকে নেটে খেলতে চাই না। এ বিষয়টা আমি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকেও জিজ্ঞাসা করেছিলাম। ওই কিংবদন্তিরাও বলেছেন যে, তারাও শামিকে খেলতে চান না। তারাও শামিকে নেটে খেলতে অপছন্দ করেন।
ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৮০ ম্যাচে অংশ নিয়ে ৩ হাজার ৪৬৩ রান সংগ্রহ করেন দীনেশ কার্তিক। ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আরও বলেন, শামি নেট সেশনে নিজের পুরো শক্তি দিয়ে বোলিং করে। এই জিনিসটিই তাকে বিশেষ করে তোলে। সে লেন্থ ও লাইনআপ ঠিক রেখে ধারাবিহক বোলিং করে যায়।